আজ থেকে মাঠে গড়াচ্ছে চার দিনের টুর্নামেন্ট জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল)। এক মাসের বেশি সময় ধরে চলবে এবারের আসর । তবে চলতি আসরে ঢাকা মেট্রোকে সরিয়ে নতুন দল হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে ময়মনসিংহ বিভাগ, বিভাগ হওয়ার দীর্ঘ ১০ বছর পর তারা প্রথম শ্রেণির ক্রিকেট খেলার সুযোগ পেল। আজ থেকে শুরু হওয়া এই চার দিনের টুর্নামেন্টের প্রথম রাউন্ডে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে স্বাগতিক সিলেট বিভাগের মুখোমুখি হবে ময়মনসিংহ।
দেশের মোট আটটি শহরে ঘুরে ঘুরে আয়োজন করা হবে এবারের এনসিএলের খেলা। মোট সাত রাউন্ডের এই টুর্নামেন্ট শেষ হবে আগামী ৯ ডিসেম্বর। প্রথম রাউন্ডের খেলা সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম, সিলেট আউটার স্টেডিয়াম, রাজশাহী বিভাগীয় স্টেডিয়াম এবং খুলনা বিভাগীয় স্টেডিয়াম—এই চারটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে।
টুর্নামেন্টের প্রথম দুই রাউন্ডে কোকাবুরা বল ব্যবহার করা হবে, আর বাকি রাউন্ডে খেলা হবে ডিউক বলে এখন পর্যন্ত নিচিত করেছে বিসিবি। এবারের এনসিএলে অংশ নেয়া আটটি দল হলো—ঢাকা, চট্টগ্রাম, রংপুর, বরিশাল, সিলেট, রাজশাহী, খুলনা এবং নতুন দল ময়মনসিংহ। সাত রাউন্ডের খেলা শেষে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দলটি চ্যাম্পিয়ন হবে। সর্বশেষ আসরে শিরোপা জিতেছিল সিলেট বিভাগ।

