এখনো আনুষ্ঠানিকভাবে ক্রিকেটের কোনো ফরম্যাট থেকে অবসর নেননি বলে দাবি করেছেন বাংলাদেশ ক্রিকেটের “পোস্টার বয় “সাকিব আল হাসান। সেই সাথে ‘হোম অব ক্রিকেট’ খ্যাত মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নিজের শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলার ইচ্ছার কথাও জানিয়েছেন সাবেক এই বিশ্বসেরা অলরাউন্ডার।
ভারতের বিপক্ষে কানপুর টেস্টের আগে সাকিব জানিয়েছিলেন, টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন। নিজের শেষ টি-২০ খেলে ফেলেছেন, আর শেষ টেস্টটা খেলতে চান মিরপুরে। যদিও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্টে আর খেলতে আসা হয়নি। এবার সাকিব দাবি করলেন, সমর্থকদের জন্য হলেও মিরপুরে খেলতে চান তিনি।
ক্রিকেট বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকবাজকে দেয়া সাক্ষাৎকারে সাকিব জানিয়েছেন, কোনো ফরম্যাট থেকেই এখনো অবসর নেননি তিনি। সাকিব বলেন, ‘না, সত্যি বলতে কোনো ফরম্যাট থেকে আনুষ্ঠানিকভাবে আমি এখনো বিদায় নেইনি। অবশ্যই, (মিরপুরে শেষ ম্যাচ খেলা) এটা যতটা না আমার জন্য এর চেয়ে বেশি তাদের (সমর্থকদের) জন্য।’
রাজনৈতিক জটিলতার কারণের দীর্ঘ্য দিন থেকেই দেশের বাইরে সাকিব কবে ফিরতে পারবেন তার নেই কোনো নিশ্চয়তা । বর্তমানে আমেরিকার মাইনোর লীগ টুর্নামেন্ট খেলছেন এপ্রসঙ্গে সাকিব বলেন, ‘সত্যি বলতে আমি খুব উপভোগ করেছি। অনেক লোকাল প্লেয়ারের সাথে পরিচয় হয়েছে। অনেকের সাথে দেখা হয়েছে যাদের ক্যারিয়ারের শুরুর দিকে দেখেছিলাম, অনূর্ধ্ব-১৯ এর দিনগুলোতে ফিরে গিয়েছি। ছোটবেলার মতো এমন একটা ক্রিকেটীয় পরিবেশ পেয়ে খুব ভালো লেগেছে। মনে হয়েছে আগের সময় কাটাচ্ছি আবার।

