খোঁজ চালিয়ে যাও, মালাইকার জন্মদিনে অর্জুন

আন্তর্জাতিক লাইফ স্টাইল
একসময় অর্জুন কাপুর ও মালাইকা অরোরার সম্পর্ক ছিল বলিউডের আলোচনার কেন্দ্রবিন্দু। প্রেম, পার্টি, একসঙ্গে ফ্ল্যাট কেনা—সবকিছু যেন নতুন শুরু হওয়ার ইঙ্গিত দিত। কিন্তু হঠাৎ করেই এই সম্পর্ক ভেঙে যায়। সম্পর্কের পরও অর্জুনের আচরণে যেন লুকিয়ে আছে এক অজানা আবেগ।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, ৫২ বছরে পা দিয়েছেন মালাইকা অরোরা। বয়স বেড়েছে, কিন্তু তিনি এখনও বলিউডের হট আইটেম গার্ল হিসেবে সমাদৃত। সম্প্রতি মালাইকার জন্মদিনে অর্জুন কাপুর সোশ্যাল মিডিয়ায় তাকে শুভেচ্ছা জানিয়েছেন।
অর্জুন লিখেছেন, ‘শুভ জন্মদিন। সব সময় এমনই থেকো। তোমার ক্যারিয়ার গ্রাফ ঊর্ধ্বে থাকুক। এরকমই হাসতে থেকো। আর হ্যাঁ, খোঁজ চালিয়ে যাও।’
নেটিজেনরা তার এই মন্তব্য থেকে ইঙ্গিত পাচ্ছেন, হয়তো অর্জুন প্রাক্তন প্রেমিকাকে এখনও ভুলতে পারেননি। তবে এ বিষয়ে মালাইকা কোনো প্রতিক্রিয়া দেননি এবং এড়িয়ে গেছেন।
উল্লেখ্য, মালাইকা অরোরা আগে আরবাজ খানের সঙ্গে সম্পর্ক ছিন্নের পর দীর্ঘদিন অর্জুন কাপুরের সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন। তবে গত বছর দুজনই প্রকাশ্যে জানিয়েছেন, তারা সিঙ্গল। এরপর থেকে গুঞ্জন ছড়িয়েছে, মালাইকা নাকি নতুন কোনো সম্পর্কে রয়েছেন। তবে এখনও এ বিষয়ে স্পষ্ট কিছু জানানো হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *